Pages

Exploring Inside A Hole-(BLACK HOLE)

ব্ল্যাকহোলের ভিতরে ভ্রমণ কী সম্ভব?
আমার একাটা আইডিয়া আছে......
এবার পড় এবং তোমাদের মন্তব্য পড়ার অপেক্ষায় থাকলাম...

মূল পোস্টটা পড়ুন

আপনাদের অনেকেই আমার ব্ল্যাক হোলের পোস্ট (EXPLORING THE COSMIC MONSTER)পান নাই বা বুঝেননাই।তাই বিষয়টা আরেকবার আপনাদের সাথে শেয়ার করতে চাই.......
আপনাদের প্রথমে  ম্যাগনেটিক ফিল্ড ও ম্যাগনেটিক ফিল্ড লাইন বা বলরেখার একটা অদ্ভুত বৈশিষ্ট সম্পর্কে বলি কারণ এইটার ভিত্তিতে আমি ব্ল্যাক হোলকে ভ্রমণ করার একটা উপায় পেয়েছি...
কোন একটি শক্তিশালী Magnetic Field  এর মধ্যে যে বলরেখাগুলো থাকে সেগুলোর উপর Magnetic Field এর Magnetic Force কাজ করে না ফলে কোন আহিত ক্ণা(Induced Particle)যদি ওই বলরেখা বরাবর যেকোনো বেগে চলতে থাকে তবে ওই Induced Particle এর উপর Magnetic Field এর কোন Magnetic Force কাজ করবে না এবং ওই Induced Particle টি সহজেই Magnetic Field অতিক্রম করবে!

আশাকরি বুঝছেন,এবারে আমার ধারণাটা বলি.....

প্রথমে আমি একটা Black Hole এর নিকট নিরাপদ দূরত্তে থেকে একটা অনেক বড় বৃত্তাকার Artificial Electromagnet এর ককক্ষপথ বানাব। এই Magnet থেকে অনেক শক্তিশালী Magnetic Field তৈরি হবে যা Magnetic Force দ্বারা কার্যকর থাকবে এবং এই Field এর মধ্যে Magnetic Force Line বা বলরেখার সৃষ্টি হবে।এবার আমি একটি আহিত Space Ship (অথ্যাৎ মহাকাশযানটি চার্জিত হতে হবে) কে Magnetic Field এর যেকোন Magnetic Force/Field Line এ স্থাপন করব।এবার আমি যদি Space ship launch করি এবং Black Hole এর Event Horizon এর একদম নিকটে চলে যায় তাও Black Hole এর Gravitational Pull কাজ করতে পারবে না কারণ Magnetic Field এর অতি শক্তিশালী Electromagnetic Force এর নিকট Black Hole এর মহাকর্ষ বল নিষ্ক্রিয় হয়ে যায়। এর কারণ হল Black Hole টি তখন Gravitational Space এ নেই বরং Black Hole টি তখন Magnetic Space এ আছে।

"এটা আমার ধারণা তাই বিবেচনার ভার আপনাদের উপর দিলাম.....
তবে এইটা বলে রাখি,
আমার নিয়মে আপনি শুধু Event Horizon পর্যন্ত ভ্রমণ করতে পারবেন কারণ Magnetic Field Line আপনাকে Magnetic Field এর উপর সকল বল থেকে হেফাজতে রাখবে...... আর আপনি যদি Black Hole এর ভিতরেই যেতে চান তবে আপনি যেতে পারবেন কিন্তু মানুষ হিসেবে না Quantum Charged Particle হিসেবে এবং আপনি Black Hole এর Infinite Curvature এর মধ্যে দিয়ে Another Universe ও পৌছে যেতে পারবেন।ভেবে দেখুন যাবেন কিনা!!!☺"


Thanks a lot for reading
Myin
Aspiring Astronaut


No comments

Theme images by sololos. Powered by Blogger.