Showing posts with label Tips & Tricks. Show all posts
Showing posts with label Tips & Tricks. Show all posts

Saturday, July 27, 2019

অল্প কথা,অল্প আহার,অল্প ঘুম

অল্প কথা,অল্প আহার,অল্প ঘুম


মাঈন উদ্দিন



জীবনের মূল তিন চালিকাশক্তি হল আহার,নিদ্রা ও কথা।একটু ভাবলেই বুঝবেন,খাদ্য ছাড়া মরণ সুনিশ্চিত,ঘুম ছাড়াও বেঁচে থাকা সম্ভব নয় আর যোগাযোগের মাধ্যম হলো কথা এবং এটা ছাড়াও বেঁচে থাকা বেশ দূরহ।
ঘুমের মধ্যে আমরা জীবনের সবচেয়ে বেশি সময় ব্যয় করি আর এই সময়টুকু কমিয়ে যারা ইহলৌকিক ও পরলৌকিক কল্যাণে কাজে লাগাতে পারে তারাই সফল হয়।খাদ্য আমাদের বেঁচে থাকার জৈবিক শক্তি যোগায় অন্যদিকে মাত্রাতিরিক্ত,মানহীন,দুষিত ও বিষাক্ত খাবার আমাদের স্বাস্থ্যের জন্য হুমকিস্বরুপ।অযথা অর্থহীন কথা বলে নিজের সীমিত সময়ের অপচয় করা বেশ খারাপ অভ্যাস এবং এর মাধ্যমেই কিন্তু 'আকবারুল কাবায়ের' বা সর্ববৃহৎ পাপসমূহ সংগঠিত হয়।তাই চলুন দেখে নিই কীভাবে অল্প কথা,অল্প ঘুম এবং অল্প আহারের মাধ্যমে জীবন গড়ে তোলা যায়-

অল্প কথাঃ

একদা রাসূল (সাঃ) তাওহীদ,নামাজ,রোজা,হজ্জ,সদকা,তাহাজ্জুদ ও জিহাদের আলোচনা করে সাহাবিদের বললেন;যদি তোমরা চাও তাহলে এসবের মূল কী তা বলে দিতে পারি-
সাহাবী মুআয (রাঃ) বললেন,হে আল্লাহর রাসূল (সাঃ),আপনি বলে দিন।
রাসূল (সাঃ) তার জিহ্বাকে ধরে বললেন,"এটাকে সংযত রাখ"
এর মাধ্যমে বুঝা যায় নিজের জবানকে সংযত রাখার গুরুত্ব কতটুকো কারণ নীরবতা তথা অল্প কথার মাধ্যমে জবানকে সংযত রাখার ফলে নিজ এবং অন্যকেও অনেক বড় বড় পাপ থেকে বিরত রাখা যায় ফলে মানুষের ইমান,আমল,আখলাক সবই পরিশুদ্ধ হয়ে যায়।
একটু ভাবলেই বুঝবেন,আমরা প্রতিনিয়ত কেবল অবান্তর কথাবার্তা,গল্পগুজব,ঠাট্টা-তামাশা,দ্বন্দ্ব-কলহ,তর্ক,গালি,অশ্লীলতা,আত্মগরিমা,তোষামোদির মাধ্যমেই মিথ্যা,গীবত,কুফরীর মত বড় বড় পাপে লিপ্ত হয়ে যায় অথচ কেবল এই জবানকে সংযত রাখার মাধ্যমেই এতোসব পাপ থেকে দূরে থাকা যায়।
আমাদের ভুলে যাওয়া উচিৎ নয়,পরকালে প্রত্যেকটি কথার হিসাব দিতে হবে তাই অযথা বাক-বিনিময় না করে নীরবতায় বেশি সময় কাটানো উচিৎ কারণ বেশিরভাগ ক্ষেত্রে নীরবতাই শয়তানকে দূরে সরিয়ে দেয় ফলশ্রুতিতে পাপে লিপ্ত হওয়ার সম্ভাবনা কমে যায়।রাসূল (সাঃ) বলেছেন,"চুপ থাকলে মানুষ ষাট বছরের ইবাদত করার সওয়াব প্রাপ্ত হয়।"

অল্প আহারঃ

'অতি ভোজনে মরণ' কথাটি একেবারে সত্য।অস্বাস্থ্যকর খাবার পেটপুরে খাওয়া আমাদের নিত্যদিনের অভ্যাস।মাছে ভাতে বাঙ্গালীর ফাঁদ কাটিয়ে না উঠতে পারলে অতি আহারের দরুণ সবচেয়ে মারাত্মক যে সমস্যা তা হলো নিদ্রা বেড়ে যাওয়া।এমন তন্দ্রাচ্ছন্ন অবস্থায় ঘুম ছাড়া কিছুই সূচারুরুপে হয়না।
যত বেশি পরিমাণে সজীব কোষ খাওয়া যায় তা আমাদের জন্য সবচেয়ে উত্তম তাই উপযুক্ত খাদ্য তালিকা তৈরি করে Food Pyramid অনুসারে এবং নিজের স্বাস্থ্য বিবেচনায় আহার করা উচিৎ।
সবসময় বিশুদ্ধ,হালাল,পুষ্টিকর খাবার খেলে নিজের দেহ ও মন কখনোই নিস্তেজ হয়না কারণ একমাত্র সজীব খাদ্যই জীবনকে সজীব রাখে।
হালাল খাদ্য হালাল দেহের সাথে হালাল মন তৈরি করে দেয় আর এমন বান্দার ইবাদত স্রষ্টার কাছে কখনোই অগ্রাহ্য হয়না।তাই সকলের উচিৎ পুষ্টিগুণ সমৃদ্ধ বিশুদ্ধ খাবার খাওয়া এবং অতি ভোজন পরিহার করে শরীরের জৈবনিক বিশ্রামে সাহায্য করা তাহলে শরীরে ক্লান্তি ভর করবেনা এবং কোন কাজে ঘুম ব্যাঘাত ঘটাবে না তা হোক গভীর রাতের তাহাজ্জুদ অথবা নিতান্ত ব্যক্তিগত কোন কাজ।

অল্প ঘুমঃ

মানুষ জীবনের ১/৩ সময় ঘুমিয়ে কাটায় আর যারা এই সময়টাকে কমিয়ে আনতে পারে তারাই দ্রুত সফলকাম হয়।অতি নিদ্রা অলসতা ছাড়া আর কিছুই নয় তাই এ অভ্যাস পরিহার করে নিজের জীবন ও সময়ের প্রতি যত্নবান হোন।একবার আল্লাহর রাসূল (সাঃ) তার এক সাহাবীকে বললেন-
"রাতে খুব বেশি ঘুমাবেনা কারণ বেশি ঘুমানো ব্যক্তি কিয়ামতের দিন খালি হাতে হাজির হবে।"
অন্য এক হাদীসে নবী কারীম (সাঃ) বলেন-
"আল্লাহ পাক তিনটি আওয়াজ খুব পছন্দ করেন;মোরগের ডাক,কোরআন তিলওয়াতকারীর আওয়াজ এবং রাতের শেষাংশে প্রভুর দরবারে বান্দার মিনতির আওয়াজ।"
8 ঘণ্টার চেয়ে কম এবং ৮ ঘণ্টার চেয়ে বেশি ঘুমানো লোকদের মৃত্যু দ্রুত হয় তাই সবার উচিত Sleep Hour এর মাঝামাঝি রাখা।
আমাদের অধিকাংশ মানুষই Biphasic বা দুই ধাপে ঘুমাই,একটা রাত্রীকালীন দীর্ঘ ঘুম আর অন্যটি দুপুরের স্বল্পকালীন ঘুম।খাদ্যাভ্যাসের উপর ঘুমের মান নির্ভর করে তাই পরিমিত বিশুদ্ধ খাবার খেলে শরীরে কম বিশ্রামের প্রয়োজন হয় তখন ঘুমের পরিমাণ ৮ ঘণ্টা থেকে ৪,৫ বা ৬ ঘণ্টায় কমিয়ে আনা যায় এবং এই সময় নিজের কল্যাণে ব্যয় করা যায়।
অতএব অল্প কথায় গভীর থেকে,অল্পাহারে তুষ্ট থেকে এবং অল্প নিদ্রায় সুস্থ থেকে জীবনকে মার্জিত,অর্থবহ,সজীব ও সুন্দর রাখতে সচেষ্ট হোন এবং অল্পের জীবনে বেশি বেশি সালাত আদায়,সাওম পালন,সদকা দেওয়া,জ্ঞানে-গুণে মজ্জাগত হওয়া,সততা ও বিনয়ে উচ্চ হওয়ার মধ্যমে জীবনকে সুন্দর করে গড়ে তুলুন।

Sunday, March 3, 2019

The Daily Routine Of Prophet Muhammad(PBUH)😍

The best man in history is Prophet Muhammad (PBUH).He was the only man in history who was supremely successful on both the religious and secular levels.Let's follow him and dive in a completely new sacred life of barakah.
📲

Download Link ⬇⬇⬇

Download it from the given Drive Link 

https://drive.google.com/file/d/1-nSgLxGrLhxz9gGUe_jSi8VVhsttsf5L/view?usp=drivesdk

📺

এই রুটিনের উপর একটা ফ্রি online course ও আছে দেখতে পারেন এই প্লে লিস্ট থেকেঃ-

To watch in youtube follow the link 

https://www.youtube.com/playlist?list=PLNsGIwo7F0JshTs7ONxbE8fOzhuYLiGEm



Thursday, April 19, 2018

Fix Your Problem With Forgotten Pattern!(খুবই সহজ)!

এন্ডয়েডের প্যাটার্ন লক ভুলে গেছেন,আতিরিক্ত বার ভুল প্যাটার্ন দেওয়ার ফলে ব্লক হয়ে গেছে বা আপনার মোবাইলে দেওয়া পাসওয়ার্ড,আপনার মনে পড়ছে না কি করবেন ?

আমাদের অনেকেরই আনমনা মনে নিজের দেওয়া প্যাটার্ন লক আর মনে থাকে না!কারণটা নিতান্তই সিম্পল আমি তা নিয়ে আলোচনায় যাচ্ছি না!
কিভাবে প্যাটার্ন লক ভুলে যাওয়ার ফলে সৃষ্ট এই উদ্ভট সমস্যাটার সমাধান করবেন তা নিয়েই আলোচনা হবে!

Fahim Will Show You Two Easy Of Fixing This Problem!


😵Damn!I Forget It!😨

"Hey Listen,from now don't forget to right down or draw your pattern any where in your diary,better draw it in your mind"(MYIN)

সমাধান-১ :

বি.দ্রঃ-
এ কাজের জন্যে অবশ্যই সেটের ইন্টারনেট কানেকশন এক্টিভেটেড থাকতে হবে। 

★৫বার ভুল ইনপুট করুণ। এরপর একটি অপশন আসবে, Forgot Pattern?

★এটা ওপেন করুণ। ওপেন করার পর আপনার গুগল একাউন্ট অর্থাৎ জি-মেইল আই.ডি এবং পাসওয়ার্ড চাইবে।

★ঠিকঠিক মতো ইনপুট করুণ।

★সফলভাবে জি- মেইল আই.ডিতে লগইন করাশেষে আপনাকে নতুন প্যটার্ণ লক দিতে বলা হবে। নতুন প্যটার্ণ একটিভ করুণ এবং এবারে

★অবশ্যই সহজে মনে থাকে এমন কোন প্যাটার্ণ ড্র করুণ। অনেক সময় এই প্রসেস সঠিক হওয়া সত্ত্ব আপনার মোবাইল লক অবস্থাতে থেকে যাচ্ছে।

★তাই ২য় সমাধান আপনাদের জন্য শেষ এবং উপযুক্ত সমাধান হতে পারে।

সমাধান-২:


বি.দ্রঃ-
ইন্টারনেট কাণেকশন প্রয়োজন নেই। এ সময়ে ডিভাইসটিকে ফ্যাক্টরী রিষ্টোর করা ছাড়া কোন উপায় থাকে না।
এসময় আপনাকে ফ্যক্টরী রিষ্টোর করতে হয়।
বলে রাখা ভালে যে আপনার পুরো মোবাইল ফরমেট নিয়ে নিবে।
ইন্সটল করা সফটওয়্যারে, ফোন নাম্বার, মেসেজ কিছুই থাকবে না।

জেনে নিন কিভাবে সিষ্টেম হার্ড রিসেট করবেন,

★প্রথমে নিশ্চিত হয়ে নিন যে আপনার ডিভাইসে ১৫% চার্জ আছে কিনা, যাতে প্রসেসটি চলাকালীন সেট বন্ধ হয়ে না যায়।

★ডিভাইস বন্ধ করুণ এবং চালু করার সময় Volume up+power button অথবা Down+power button একসাথে প্রেস করে সেট অন করুণ।
এটা আপনাকে রিকোভারী মুডে নিয়ে যাবে রিকোভারী মুডে যাওয়ার জন্যে এটা ছাড়াও বিভিন্ন কোম্পানীর সেটে আরো কিছু কম্বিনেশন কাজ করতে পারে সেগুলো হলো:
  • ১. Volume Down + Volume Up + Power button.
  • ২. Volume Down + Power button.
  • ৩. Volume Up + Power button.
  • ৪. Volume Up + Home + Power button.
  • ৫. Volume Up + Camera button.
  • ৬. Home + Camera button.
  • ৭. Home + Power button

আমি নিশ্চিত উপরের ৭টির যেকোন একটি কম্বিনেশন কাজ করবেই:

★কম্বিনেশন দিয়ে ডিভাইস অন করার পর রিকোভারী মুড এ যাবেন

★“Wipe Data / Factory Reset” সিলেক্ট করুণ,

এক্ষেত্রে ভলিউম আপ ডাউন কি দিয়ে সিলেকশনের কাজ করতে হবে।

★এর পর নো এবং ‘ইয়েস’ এর মধ্য থেকে ‘ইয়েস’ সিলেক্ট করুণ।

সিলেক্ট করার জন্যে ব্র্যান্ডভেদে পাওয়ার।বাটন/ হোম বাটন কাজ করতে পারে।

★সবশেষে সেট রিবুট করুণ, এবং কিছুক্ষন
অপেক্ষা করুণ।

★আশা করছি এই অনুসরণের মাধ্যমে আপনি আপনার মোবাইলের প্যাটার্ন লক বা পাসওয়ার্ড খুলতে পারবেন।

ব্যাটারী টিপস( For A Lonlasting Battery)

ব্যাটারী টিপস

আজ আপনাদেরকে বলবো কিভাবে আপনার মোবাইলের ব্যাটারী ইউজ করলে ব্যাটারী ভালো থাকবে এবং বেশি দিন চলবে । 

তাহলে দেখুন

Be The Best Smartphone User

১। নতুন ব্যাটারী কিনে কমপক্ষে ৮ থেকে ১০ ঘন্টা চার্জ দিবেন ।7

২।খুব বেশী দরকার না হলেমোবাইলের বাইব্রেশন ব্যাবহারকরবেন না । খুব ছোট ধরনের একটা বাইব্রেশন অনেক চার্জ টেনে নেয়। তাই এটি ব্যবহার করবেন না ।

৩।তখনই আপনারমোবাইল চার্জ দিন । যখন আপনার ব্যাটারি ফুল খালি হয়ে যাবে ।

৪। সব সময় মোবাইল ব্যাটারি ফুলচার্জনা হওয়া পর্যন্ত চার্জ থেকে খুলবেন না।

৫। মোবাইল বন্ধ করে চার্জ দেন, তাই রাতে ঘুমানোর সময় চার্জে লাগান ।

৬। মোবাইল এর ব্রাইটনেস কমিয়েরাখুন ।

৭। অতিরিক্ত চার্জ সব সময় ব্যাটারির জন্য ক্ষতিকর । তাই ব্যাটারী ফুল দেখালে চার্জার খুলে ফেলুন ।

৮। সব সময় আপনার সেটের সাথের অরিজিনাল চার্জার ব্যাবহার করুন।

৯ । খুব বেশি দরকার না হলে, ফোন রিস্টার্ট করবেন না।

১০। এক চার্জে ফুল চার্জ করবেন ।

So that's it...Follow this 10 tips to get a long lasting battery!
Ok here's one more thing, I have a informative inforgraphics regarding this.Check this one too....

Thanks For Reading
An article by Fahim
Edited By MYIN


Monday, April 16, 2018

ANDROID SECRET CODES|এন্ড্রয়েডের কিছু গুরুত্বপূর্ণ গোপন কোড!!!


এন্ড্রয়েডের কিছু গুরুত্বপূর্ণ গোপন কোড!!!


আমরা সবাই জানি যে বর্তমানে এন্ড্রয়েড অপারেটিং সিস্টেম হচ্ছে বর্তমানে সবচেয়ে জনপ্রিয় মোবাইল অপারেটিং সিস্টেম। এমনকি শতকতা প্রায় ৯০% লোকই এন্ড্রয়েড ফোন ব্যবহার করছে  । প্রত্যেক এন্ড্রয়েড ব্যবহারকারীই প্রতিদিন নিত্য নতুন ট্রিকস খুঁজে বেড়ায়। তাই আজ হাজির হলাম এন্ড্রয়েড ফোনের কিছু গোপন কোড নিয়ে, যা সত্যিই আপনার অনেক কাজে আসতে পারে!

নোকিয়া মোবাইলে যেমন *#06# কোডে EMEI নম্বর এবং *#0000# কোডে ফোনসেটের উৎপাদনের তারিখ, সংস্করণ ইত্যাদি তথ্য পাওয়া যায়। কিন্তু এখন তো অ্যান্ড্রয়েড ফোনের যুগ। তাই আপনার প্রিয় স্মার্টফোনটির বিস্তারিত তথ্য জানতে কিছু গোপন কোড জানাটা নিশ্চয়ই খুব কাজে লাগবে। জেনে নিন অ্যান্ড্রয়েড ফোনের তেমন কিছু গোপন কোড!


  • *#06# – IMEI নম্বর
  • *2767*3855#– ফ্যাক্টরি রিসেট কোড (ফোনের সব তথ্য মুছে যাবে
  • *#*#4636#*#* – ফোন এবং ব্যাটারি সংক্রান্ত তথ্য *#*#273282*255*
  • 663282*#*#* – সব মিডিয়া ফাইল ব্যাক আপ হবে!
  • *#*#197328640#*#* – সার্ভিস টেস্ট মোড
  • *#*#1111#*#* – FTA সফটওয়্যার ভার্সন
  • **#*#1234#*#* – PDA এবং firmware ভার্সন
  • *#*#232339#*#* – WirelessLAN টেস্ট কোড
  • **#*#0842#*#* – ব্যাক লাইট ও ভাইব্রেশন টেস্ট কোড
  • *#12580*369 # – সফটওয়্যার এবং হার্ডওয়্যার ইনফরমেশন
  • **#*#2664#*#* – টাচস্ক্রিন টেস্ট কোড
  • *#9900# – সিস্টেম ডাম্প মোড
  • **#9090# – ডায়াগনস্টিক কনফিগারেশন
  • *#*#34971539#*#* – ক্যামেরা ইনফরমেশন
  • **#872564# – ইউএসবি লগইন কন্ট্রোল
  • *#301279# – HSDPA/HSUPA কন্ট্রোল মেনু
  • **#7465625#– ফোন লক স্ট্যাটাস*#*#7780#*#* – ফ্যাক্টরি রিস্টোর সেটিং, গুগলঅ্যাকাউন্টসহ সব সিস্টেম ডাটা মুছে যাবে
  • *2767*3855#– ফ্যাক্টরি ফরম্যাট সেটিংসহ সব ইন্টারনাল এবং এক্সটারনাল ডাটা মুছে যাবে এবং ফার্মওয়্যার রি-ইন্সটল হবে
  • **#*#4636#*#* – ফোন এবং ব্যাটারি ইনফরমেশন
  • *#*#273283*255*663282*#*#* – ফাইল কপি স্ক্রিন, সব ইমেজ, সাউন্ড, ভিডিও, ভয়েস মেমো ব্যাক আপ করা যাবে
  • **#*#197328640#*#* – সার্ভিস মোড কোড, বিভিন্ন টেস্ট ও সেটিং বদলানোর জন্য
  • *#*#7594#*#* – এই কোড এন্ড কল/ পাওয়ার বাটনকে সরাসরি পাওয়ার অফ বাটনে পরিণত করবে
  • **#*#8255#*#* – G Talk সার্ভিস মনিটর কোড
  • *#*#34971539#*#* – ক্যামেরা ইনফরমেশন, ক্যামেরা ফার্মওয়্যার, আপডেট অপশনটি ব্যবহার করবেন না- এতে আপনার ক্যামেরা ফাংশন বন্ধ হয়ে যাবে!
  • W-LAN, GPS and BluetoothTest Codes:*#*#232339#*#* OR *#*#526#*#* OR *#*#528#*#* 
  • 72365#*#*- জিপিএস টেস্ট
  • *#*#1575#*#* – আরেকটি জিপিএস টেস্ট কোড
  • **#*#232331#*#* – Bluetooth টেস্ট কোড
  • *#*#232337#*# – Bluetooth ডিভাইসই নফরমেশন
  • **#*#0588#*#* – প্রক্সিমিটি সেন্সর টেস্ট
  • *#*#0*#*#* – এলসিডি টেস্ট
  • *#*#2664#*#* – টাচস্ক্রিন টেস্ট
  • *#*#2663#*#* – টাচস্ক্রিন ভার্সন
  • *#*#0283#*#* – প্যাকেট লুপ ব্যাক
  • *#*#0673#*#* OR *#*#0289#*#* – মেলোডি টেস্ট
  • *#*#3264#*#* – র্যাম ভার্সন টেস্ট
  • *#*#1472365#*#*- জিপিএস টেস্ট
  • *#*#1575#*#* – আরেকটি জিপিএস টেস্ট কোড
  • **#*#232331#*#* – Bluetooth টেস্ট কোড
  • *#*#232337#*# – Bluetooth ডিভাইসই ইনফরমেশন