Pages

আমি মনে করি সবকিছুই ত্রিমাত্রিক!!!(=>3D)

[স্ট্রিং থিওরি এবং ম্যাট্রিক্স থিওরি তে মাত্রা এবং আমার ধারনা]


আগেই বলে রাখি আমি Einstein নয় তাই আমার ধারনা অনেকের কাছে হাস্যকর মনে হতে পারে কিন্তু একটু ভাল করে ভেবে পড়ুন তাহলে আমার ধারনার
স্পষ্ট নকশা আপনি পেয়ে যাবেন....
So let's start
I THINK EVERYTHING IS >=3D



চলুন আজ আপনাকে ভাবনার অন্য এক জগতে নিয়ে যায়!!
মানুষকে আমি CHON(C,H,O,N) হিসাবেই চিনি। এবার এই মৌলগুলোর ভিতরে প্রবেশ করুন এবং আপনি পাবেন কিছু  Molecules এবং আরো গভীরে যান এরপর আপনি পাবেন Atom এবং এরপর Proton,Neutron,Electron এবং এরপর আরো গভীরে যান, এবার আপনি পাবেন Quarcks। এরপর আরো যান, এবার পাবেন Strings এবং তারপর পাবেন Partons!
এভাবে আর কত গভীরে যাওয়া যাবে তা অন্তত আমি জানিনা।তবে Partons হচ্ছে Matrix theory এর একটা মূল কণা যাকে 0D ধরা হয় এবং Strings হচ্ছে String Theory এর অন্যতম ভিত্তি যাকে 1D ধরা হয়।

এখন আমার প্রশ্ন হলো 

♦কোনো কিছু কী <3D(1D,2D,0D & Negative D) হওয়া আসলেই কি সম্ভব???
♦আপেক্ষিক ভাবে সম্ভব কিন্তু পরম ভাবে ত এইটা একটা চরম ভুল নয় কী??
♦বাস্তব জীবনে কি আমরা আপেক্ষিকতাকে নাকি পরম মানকে বেশি প্রাধান্য দিব??
♦যদি আপেক্ষিক মানকে বেশি প্রাধান্য দি তাহলে কি আপেক্ষিকতার আড়ালে পররম যে বাস্তবতা তা সুপ্ত র‍য়ে যাচ্ছে না???
♦আমি কী বলতে পারিনা যে পকৃতির সবকিছুই,
>=3D but not <3D
আমার সাথে কি আপনারা একমত???
আমি মনে করি যে কোনোকিছুই <3D হওয়া সম্ভব নয় এমনকি একটা সূক্ষ সুতা বা তার বা মাকড়সার জাল ও নয়!
একবার ভাবুন,
যখন আপনি মাকড়সার জালকে Microscope এর নিচে রাখবেন তাহলে  আপনি এইটাকে একটা মোটা বস্তু হিসেবেই দেখবেন যার l,b,h (Length, Width, Height) এই তিনটা Dimensions বা মাত্রা থাকবে।
এইরকম সবকিছুকে যখন আপনি Microscope বা Though Experiment এর মাধ্যমে যাচাই করবেন আপনি কি তিনটা মাত্রা পাবেন না?আমি মনে করি অবশ্যয় পাওয়া উচিত যদিও উচ্চ মাত্রার বস্তুগুলো Calibo Space সৃষ্টি করে।
আমার মতে 0D বা (-)D এর কোনো বস্তু আসলেই সম্ভব না কারণ টা আপনারাই যানেন।0D এবং -D এর বস্তু যথাক্রমে Negative mass এবং Massless বস্তুর ধারনার মত।তাই আমার মতে Partons এবং Strings এর এই অবাস্তব,আপেক্ষিক,Mathematical ধারনার পরিবর্তন করে Realistic,Absolute,Physical ধারনা বা >=3D but not <3D এই ধারনা গ্রহণ করা উচিত।
Mathematically আসলে সবই সম্ভব...যেমন:
১=২।                     ১ মাত্রা              আমি=আপনি
২+২=১০০।            ০ মাত্রা               বাবা=মা
৩+৩=৭।                 (-) মাত্রা    Existence of God!


"তাই আমার মতে Math হচ্ছে রাজা,Physics হচ্ছে রানী এবং Geometry হচ্ছে সৈন্য For the battle field of Science in this Universe.
এইক্ষেত্রে রাজার আপেক্ষিকতার পরাজয় এবং সৈন্য Geometry ও রানী  Physics এর পরমতার জয় হওয়া উচিত"!
"আমার মতে আপেক্ষিকতাকে পরমতার পরে স্থান দেওয়া উচিত তাহলেই বস্তুর বাস্তবিকতা প্রকাশ পাবে!বাস্তব জীবনে তাই Relativity should have to get less priority than paramountcy or reality".(Myin
)


♠Thanks for reading♠





No comments

Theme images by sololos. Powered by Blogger.