Pages

ENVIRO BATTERY(কিভাবে আলু কিংবা লেবু ব্যবহার করে লাইট জ্বালানো যায়?)

কিভাবে আলু কিংবা লেবু বব্যবহার করে লাইট জ্বালানো যায়!


এটি অদ্ভুত শুনালেও আসলে কিন্তু সত্যি এটা কাজ করে।তাহলে শুরু করা যাক কিভাবে এটি কাজ করে তা নিয়ে আলোচনা করব।


  একটি প্রাথমিক ভোলটেইক সেলে সালফিউরিক অ্যাসিডের তরল দ্রবণ ব্যবহার করা হয় যার মধ্যে কপার ও জিঙ্ক প্রতিটির একটি করে প্লেট ডুবানো হয়।  এর ফলে সালফিউরিক অয়্্যাসিডের দ্রবণে জিঙ্ক প্লেট থেকে কপার প্লেটে ইলেক্ট্রনের স্থানান্তরের কারণে সেলে বিদ্যুৎ তেরি হয়। আলু বা লেবু কপার আর জিঙ্কের স্ট্রিপের মধ্যবর্তী তরল সালফিউরিক অ্যাসিডের দ্রবণের মত কাজ করে। যা আলু থেকে বিদ্যুৎ তৈরি করতে ব্যবহৃত হয়।
এটা ভালো করে পড়ে নাও...তারপর বানানো শুরু করো!

এর জন্য আপনার প্রয়োজন হবেঃ-

১। ৮টি মাঝারি মাপের আলু কিংবা লেবু।
এগুলো দিয়েও কাজ চলতে পারে!পরিক্ষিত

২। কপারের ৮টি স্ট্রিপ, প্রত্যেকটি ৫সে:মি: X১সে:মি:।

৩।জিঙ্কের  ৮টি স্ট্রিপ, প্রত্যেকটি ৫সে:মি: X১সে:মি:।

৪। তামার তার।

৫। হোল্ডার সহ একটি ৫ ভোল্টের বাল্ব।
আলুর ক্ষেত্রে

লেবুর ক্ষেত্রে

৮টি আলু কিংবা লেবু নিন এবং প্রত্যেকটি আলু/লেবুর প্রান্তে জিঙ্কের একটি স্ট্রিপ ঢোকান।একটি টেবিলে আলু গুলো সাজিয়ে রাখুন যাতে একটি অন্যটির সংষ্পর্শে  না আসে। ঠিক একইভাবে কপারের স্ট্রিপ গুলো আলু/লেবুর অন্যপ্রান্তে লাগিয়ে নিন। জিঙ্কেরর স্ট্রিপের সাথে ততামার ততারটি লাগিয়ে নিন ঠিক একই ভাবে কপারের স্ট্রিপেরর সাথে তামার তার লাগিয়ে নিন। এখন কপারের স্ট্রিপ এবং জিঙ্কের স্ট্রিপের সাথে বাল্বটি যুক্ত করুন। দেখবেন বাল্বটি তৎক্ষনাৎ জ্বলে ওঠবে।

তবে বাল্বটি সীমিত সময়ের জন্য জ্বলবে।


No comments

Theme images by sololos. Powered by Blogger.