Happy Earth Day(ধরিত্রী দিবস)!
Happy Earth Day
ধরিত্রী দিবস (ইংরেজি ভাষায়: Earth Day)
As I walk with Beauty
As I walk, as I walk,
The universe is walking with me,
In beauty it walks before me,
In beauty it walks behind me,
In beauty it walks below me,
In beauty it walks above me,
Beauty is on every side.
একটি বার্ষিক অনুষ্ঠান, যা ২২ এপ্রিল পালিত হয়, পরিবেশ রক্ষার জন্য সমর্থন প্রদর্শনের উদ্দেশ্যে।
সর্বপ্রথম ১৯৭০ সালে দিবসটি পালিত হয়, এবং বর্তমানে আর্থ ডে নেটওয়ার্ক কর্তৃক বিশ্বব্যাপী সমন্বিতভাবে অনুষ্ঠিত হয়, এবং ১৯৩টির অধিক দেশে প্রতি বছর পালন করা হয়ে থাকে।
১৯৭০ সনের এই দিনে মার্কিন সিনেটর গেলর্ড নেলসন ধরিত্রী দিবসের প্রচলন করেন। পৃথিবীর অনেক দেশেই সরকারিভাবে এই পালন করা হয়। উত্তর গোলার্ধের দেশগুলিতে বসন্তকালে আর দক্ষিণ গোলার্ধের দেশগুলিতে শরতে ধরিত্রী দিবস পালিত হয়।
এইটি ১৯৯০ সালে আন্তর্জাতিক ভাবে পালিত হয় এবং ১৪১টি জাতি সমবেতভাবে আয়োজন করা হয়েছিল।
No comments