আইনস্টাইন এর সংক্ষিপ্ত জীবনী!(Albert Einstein)
আলবার্ট আইনস্টাইন (Albert Einstein, ১৮৭৯-১৯৫৫ খ্রিঃ) (সংক্ষিপ্ত)
এটাই আইনস্টাইন! |
১৮৭৯ সালের ১৪ই মার্চ জার্মানিতে জন্মগ্রহণ করেন অমিত প্রতিভাধর জ্ঞান তাপস আলবার্ট আইনস্টাইন। জার্মানিতে জন্মগ্রহণ করলেও তিনি জার্মানি, সুইজারল্যান্ড ও আমেরিকার নাগরিক ছিলেন। মাত্র ২৬ বছর বয়সে ১৯০৫ সালে তিনি বিজ্ঞান জগতের শ্রেষ্ঠ উপহার আপেক্ষিকতার বিশেষ তত্ত্ব প্রদান করেন। এই তত্ত্ব আমাদের মৌলিক চিন্তা চেতনা বা বিশ্বাসের বেশ কিছু পরিবর্তন সাধন করেছে।
তাঁর মতে স্থান, কাল ও জড় পরম কিছু নয়, আপেক্ষিক। আপেক্ষিক গতির সাথে এরা পরিবর্তিত হয়। ভরের আপেক্ষিকতা এবং বিখ্যাত ভর শক্তি সম্পর্ক E=mc^2 এ তত্ত্বের গুরুত্বপূর্ণ আবিষ্কার। এই তত্ত্বের উপর ভিত্তি করেই গড়ে উঠেছে আধুনিক পদার্থ বিজ্ঞানের বিশাল সৌধ। সাধিত হয়েছে পারমানবিক ও নিউক্লিয় পদার্থ বিজ্ঞানের ব্যাপক উন্নতি। সম্প্রসারণশীর মহাবিশ্ব এবং এর সৃষ্টির রহস্য বিগ ব্যাং তত্ত্বের বীজ আপেক্ষিক তত্ত্বের মধ্যেই লুকায়িত ছিল।
আইনস্টাইন ব্রাউনিয় গতির ব্যাখ্যা প্রদান করেন। তিনি প্লাঙ্কের কোয়ান্টাম তত্ত্বের সাহায্যে আলোক তড়িৎ ক্রিয়ার ব্যাখ্যা প্রদান করেন এবং ১৯১৫ সালে আপেক্ষিকতার মার্বিক তত্ত্ব প্রদান করেন। তিনি ১৯২১ সালে আলোক তড়িৎ ক্রিয়া ব্যাখ্যার জন্য পদার্থ বিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করেন।
গবেষনার ক্ষেত্রে আইনস্টাইন পর্যবেক্ষণ ও যুক্তির উপর নির্ভর করতেন এবং চিন্তা শক্তি ও গাণিতিক বিশ্লেষণের ওপর বেশি জোর দিতেন। ১৯৫৫ সালের ১৮ এপ্রিল নিউ জার্সিতে তিনি মারা জান।
No comments