এন্ড্রয়েডের কিছু গুরুত্বপূর্ণ গোপন কোড!!!
আমরা সবাই জানি যে বর্তমানে এন্ড্রয়েড অপারেটিং সিস্টেম হচ্ছে বর্তমানে সবচেয়ে জনপ্রিয় মোবাইল অপারেটিং সিস্টেম। এমনকি শতকতা প্রায় ৯০% লোকই এন্ড্রয়েড ফোন ব্যবহার করছে । প্রত্যেক এন্ড্রয়েড ব্যবহারকারীই প্রতিদিন নিত্য নতুন ট্রিকস খুঁজে বেড়ায়। তাই আজ হাজির হলাম এন্ড্রয়েড ফোনের কিছু গোপন কোড নিয়ে, যা সত্যিই আপনার অনেক কাজে আসতে পারে!
নোকিয়া মোবাইলে যেমন *#06# কোডে EMEI নম্বর এবং *#0000# কোডে ফোনসেটের উৎপাদনের তারিখ, সংস্করণ ইত্যাদি তথ্য পাওয়া যায়। কিন্তু এখন তো অ্যান্ড্রয়েড ফোনের যুগ। তাই আপনার প্রিয় স্মার্টফোনটির বিস্তারিত তথ্য জানতে কিছু গোপন কোড জানাটা নিশ্চয়ই খুব কাজে লাগবে। জেনে নিন অ্যান্ড্রয়েড ফোনের তেমন কিছু গোপন কোড!
- *#06# – IMEI নম্বর
- *2767*3855#– ফ্যাক্টরি রিসেট কোড (ফোনের সব তথ্য মুছে যাবে
- *#*#4636#*#* – ফোন এবং ব্যাটারি সংক্রান্ত তথ্য *#*#273282*255*
- 663282*#*#* – সব মিডিয়া ফাইল ব্যাক আপ হবে!
- *#*#197328640#*#* – সার্ভিস টেস্ট মোড
- *#*#1111#*#* – FTA সফটওয়্যার ভার্সন
- **#*#1234#*#* – PDA এবং firmware ভার্সন
- *#*#232339#*#* – WirelessLAN টেস্ট কোড
- **#*#0842#*#* – ব্যাক লাইট ও ভাইব্রেশন টেস্ট কোড
- *#12580*369 # – সফটওয়্যার এবং হার্ডওয়্যার ইনফরমেশন
- **#*#2664#*#* – টাচস্ক্রিন টেস্ট কোড
- *#9900# – সিস্টেম ডাম্প মোড
- **#9090# – ডায়াগনস্টিক কনফিগারেশন
- *#*#34971539#*#* – ক্যামেরা ইনফরমেশন
- **#872564# – ইউএসবি লগইন কন্ট্রোল
- *#301279# – HSDPA/HSUPA কন্ট্রোল মেনু
- **#7465625#– ফোন লক স্ট্যাটাস*#*#7780#*#* – ফ্যাক্টরি রিস্টোর সেটিং, গুগলঅ্যাকাউন্টসহ সব সিস্টেম ডাটা মুছে যাবে
- *2767*3855#– ফ্যাক্টরি ফরম্যাট সেটিংসহ সব ইন্টারনাল এবং এক্সটারনাল ডাটা মুছে যাবে এবং ফার্মওয়্যার রি-ইন্সটল হবে
- **#*#4636#*#* – ফোন এবং ব্যাটারি ইনফরমেশন
- *#*#273283*255*663282*#*#* – ফাইল কপি স্ক্রিন, সব ইমেজ, সাউন্ড, ভিডিও, ভয়েস মেমো ব্যাক আপ করা যাবে
- **#*#197328640#*#* – সার্ভিস মোড কোড, বিভিন্ন টেস্ট ও সেটিং বদলানোর জন্য
- *#*#7594#*#* – এই কোড এন্ড কল/ পাওয়ার বাটনকে সরাসরি পাওয়ার অফ বাটনে পরিণত করবে
- **#*#8255#*#* – G Talk সার্ভিস মনিটর কোড
- *#*#34971539#*#* – ক্যামেরা ইনফরমেশন, ক্যামেরা ফার্মওয়্যার, আপডেট অপশনটি ব্যবহার করবেন না- এতে আপনার ক্যামেরা ফাংশন বন্ধ হয়ে যাবে!
- W-LAN, GPS and BluetoothTest Codes:*#*#232339#*#* OR *#*#526#*#* OR *#*#528#*#*
- 72365#*#*- জিপিএস টেস্ট
- *#*#1575#*#* – আরেকটি জিপিএস টেস্ট কোড
- **#*#232331#*#* – Bluetooth টেস্ট কোড
- *#*#232337#*# – Bluetooth ডিভাইসই নফরমেশন
- **#*#0588#*#* – প্রক্সিমিটি সেন্সর টেস্ট
- *#*#0*#*#* – এলসিডি টেস্ট
- *#*#2664#*#* – টাচস্ক্রিন টেস্ট
- *#*#2663#*#* – টাচস্ক্রিন ভার্সন
- *#*#0283#*#* – প্যাকেট লুপ ব্যাক
- *#*#0673#*#* OR *#*#0289#*#* – মেলোডি টেস্ট
- *#*#3264#*#* – র্যাম ভার্সন টেস্ট
- *#*#1472365#*#*- জিপিএস টেস্ট
- *#*#1575#*#* – আরেকটি জিপিএস টেস্ট কোড
- **#*#232331#*#* – Bluetooth টেস্ট কোড
- *#*#232337#*# – Bluetooth ডিভাইসই ইনফরমেশন
No comments:
Post a Comment