Pages

Fix Your Problem With Forgotten Pattern!(খুবই সহজ)!

এন্ডয়েডের প্যাটার্ন লক ভুলে গেছেন,আতিরিক্ত বার ভুল প্যাটার্ন দেওয়ার ফলে ব্লক হয়ে গেছে বা আপনার মোবাইলে দেওয়া পাসওয়ার্ড,আপনার মনে পড়ছে না কি করবেন ?

আমাদের অনেকেরই আনমনা মনে নিজের দেওয়া প্যাটার্ন লক আর মনে থাকে না!কারণটা নিতান্তই সিম্পল আমি তা নিয়ে আলোচনায় যাচ্ছি না!
কিভাবে প্যাটার্ন লক ভুলে যাওয়ার ফলে সৃষ্ট এই উদ্ভট সমস্যাটার সমাধান করবেন তা নিয়েই আলোচনা হবে!

Fahim Will Show You Two Easy Of Fixing This Problem!


😵Damn!I Forget It!😨

"Hey Listen,from now don't forget to right down or draw your pattern any where in your diary,better draw it in your mind"(MYIN)

সমাধান-১ :

বি.দ্রঃ-
এ কাজের জন্যে অবশ্যই সেটের ইন্টারনেট কানেকশন এক্টিভেটেড থাকতে হবে। 

★৫বার ভুল ইনপুট করুণ। এরপর একটি অপশন আসবে, Forgot Pattern?

★এটা ওপেন করুণ। ওপেন করার পর আপনার গুগল একাউন্ট অর্থাৎ জি-মেইল আই.ডি এবং পাসওয়ার্ড চাইবে।

★ঠিকঠিক মতো ইনপুট করুণ।

★সফলভাবে জি- মেইল আই.ডিতে লগইন করাশেষে আপনাকে নতুন প্যটার্ণ লক দিতে বলা হবে। নতুন প্যটার্ণ একটিভ করুণ এবং এবারে

★অবশ্যই সহজে মনে থাকে এমন কোন প্যাটার্ণ ড্র করুণ। অনেক সময় এই প্রসেস সঠিক হওয়া সত্ত্ব আপনার মোবাইল লক অবস্থাতে থেকে যাচ্ছে।

★তাই ২য় সমাধান আপনাদের জন্য শেষ এবং উপযুক্ত সমাধান হতে পারে।

সমাধান-২:


বি.দ্রঃ-
ইন্টারনেট কাণেকশন প্রয়োজন নেই। এ সময়ে ডিভাইসটিকে ফ্যাক্টরী রিষ্টোর করা ছাড়া কোন উপায় থাকে না।
এসময় আপনাকে ফ্যক্টরী রিষ্টোর করতে হয়।
বলে রাখা ভালে যে আপনার পুরো মোবাইল ফরমেট নিয়ে নিবে।
ইন্সটল করা সফটওয়্যারে, ফোন নাম্বার, মেসেজ কিছুই থাকবে না।

জেনে নিন কিভাবে সিষ্টেম হার্ড রিসেট করবেন,

★প্রথমে নিশ্চিত হয়ে নিন যে আপনার ডিভাইসে ১৫% চার্জ আছে কিনা, যাতে প্রসেসটি চলাকালীন সেট বন্ধ হয়ে না যায়।

★ডিভাইস বন্ধ করুণ এবং চালু করার সময় Volume up+power button অথবা Down+power button একসাথে প্রেস করে সেট অন করুণ।
এটা আপনাকে রিকোভারী মুডে নিয়ে যাবে রিকোভারী মুডে যাওয়ার জন্যে এটা ছাড়াও বিভিন্ন কোম্পানীর সেটে আরো কিছু কম্বিনেশন কাজ করতে পারে সেগুলো হলো:
  • ১. Volume Down + Volume Up + Power button.
  • ২. Volume Down + Power button.
  • ৩. Volume Up + Power button.
  • ৪. Volume Up + Home + Power button.
  • ৫. Volume Up + Camera button.
  • ৬. Home + Camera button.
  • ৭. Home + Power button

আমি নিশ্চিত উপরের ৭টির যেকোন একটি কম্বিনেশন কাজ করবেই:

★কম্বিনেশন দিয়ে ডিভাইস অন করার পর রিকোভারী মুড এ যাবেন

★“Wipe Data / Factory Reset” সিলেক্ট করুণ,

এক্ষেত্রে ভলিউম আপ ডাউন কি দিয়ে সিলেকশনের কাজ করতে হবে।

★এর পর নো এবং ‘ইয়েস’ এর মধ্য থেকে ‘ইয়েস’ সিলেক্ট করুণ।

সিলেক্ট করার জন্যে ব্র্যান্ডভেদে পাওয়ার।বাটন/ হোম বাটন কাজ করতে পারে।

★সবশেষে সেট রিবুট করুণ, এবং কিছুক্ষন
অপেক্ষা করুণ।

★আশা করছি এই অনুসরণের মাধ্যমে আপনি আপনার মোবাইলের প্যাটার্ন লক বা পাসওয়ার্ড খুলতে পারবেন।


ধন্যবাদ
লেখকঃফাহিম
এডিটরঃমাইন
তোমার লেখা পাঠাতে চাইলে email এ পাঠাও basrimyin@gmail.com আর জিতে নাও নিশ্চিত পুরস্কার!


No comments

Theme images by sololos. Powered by Blogger.