Escape Velocity(গল্পে গল্পে মুক্তিবেগ)!
ESCAPE VELOCITY বা মুক্তিবেগ নিয়ে আলোচনা!
বর্তমানে IPL খেলা চলতেছে(২০১৮)। এখন ধরুন কোন ক্রিকেট প্লেয়ার যদি ওপরের দিকে বল মারে তখন তা মাটিতে ফিরে আসে।এর কারণ অভিকর্ষ বল। একটি প্রচলিত কথা আছে WHAT GOES UP MUST COME DOWN. যে কোন কিছুই ওপরে ছুড়ে মারা হোক না কেন তা মাটিতে ফিরে আসবে। যদি প্লেয়ারটি আর একটু জোরে বলটি ওপরে মারে তাহলে একটু দেরিতে বলটি নিচে নেমে আসবে।যদি আর একটু জোরে বলটি মারে তাহলে আরো একটু দেরিতে বলটি মাটিতে ফিরে আসবে। ব্যাটসম্যান যদি মিস্টার ইউনিভার্স😂😂 নিয়ে বলটি মারে তাহলে তা আর পৃথিবীতে ফিরে আসবে না। এর কারণ কোন একটি বস্তু যদি নির্দিষ্ট বেগে(Escape Velocity) ওপরে পাঠানো হয় তা আর পৃথিবীতে ফিরে আসবে
না।
তো মুক্তি বেগটা আসলে কী?
মুক্তিবেগ (ইংরেজীঃ Escape velocity) বলতে এমন একটি বেগকে বুঝানো হয় মহাকর্ষীয় ক্ষেত্রে যে মানের বেগে নিক্ষিপ্ত কোন বস্তুর গতিশক্তি ও মহাকর্ষীয় বিভবশক্তির সমষ্টি শুন্য হয়। মুক্তিবেগে কোন বস্তুকে কোন মহাকর্ষীয় ক্ষেত্র থেকে শুন্যে ছুড়ে দেয়া হলে তা আর ঐ মহাকর্ষীয় ক্ষেত্রে ফিরে আসে না।
পৃথিবীর ক্ষেত্রে, পৃথিবীর বাইরে কোন বস্তু পাঠাতে হলে সেকেন্ডে ১১.২ কি.মি বা ৭ মাইল/সেকেন্ড অথবা ২৫০০০ মিটার/ঘণ্টা বেগে বস্তুটিকে গতি অর্জন করতে হবে।
রকেট বা স্পেসশীপ যদি তৈরি করা হয় তাহলে মাথায় মুক্তিবেগের কথাটি মাথায় রেখেই এগুলো তৈরি করা হয়।প্রথমিক ভাবে কোন রকেটকে পৃথিবীর বাইরে পাঠাতে হলে তার বেশি গতিতে পাঠানো হয়। তা না হলে what goes up must come down কথাটি সত্যি হয়ে যাবে।
বিভিন্ন গ্রহ,উপগ্রহ ও নক্ষত্রের মুক্তিবেগ
- সূর্য : ৬১৭.৫
- বুধ: ৪.৩
- শুক্র: ১০.৩
- পৃথিবী: ১১.২
- চাঁদ(পৃথিবীর উপগ্রহ): ২.৪
- মঙ্গল: ৫
- বৃহঃপতি : ৫৯.৬
- শনি: ৩৫.৬
- ইউরোনাস: ২১.৩
- নেপচুন: ২৩.৮
- প্লুটো: ১.৮
- গ্যানিমিড(বৃহঃপতির উপগ্রহ এবং সব উপগ্রহের বড় ভাই):২.৭
মুক্তিবেগ নির্ণয়ের সূএ:
এখানে,
G=( মহাকর্ষীয় ধ্রুবক 6.673*10^-11) Nm^2kg^-2
M=কোন গ্রহ বা নক্ষএের ভর।
r=radius বা ব্যাসার্ধ
খেয়াল করে দেখুন,
মুক্তিবেগ কিন্তু বস্তুর ভরের বা mass এর উপর নির্ভর করেনা মানে বড় ছোট সকল বস্তুর ক্ষেত্রে তা একি থাকবে!
Thanks A Lot For Reading
Writer:Mahmud
Editor:Myin
তোমার লেখা কোন আর্টিকেল ও পাঠাতে পারো..
basrimyin@gmail.com
nice
ReplyDeletehttps://www.nullblogger.com/2021/12/blog-post_8.html
ReplyDelete